লোহার রডের মার, বাগনানে আহত যুবকের মৃত্যু, অভিযুক্ত ৪
হাওড়া, ১৫ নভেম্বর, (হি.স.): বকেয়া টাকা আদায়কে কেন্দ্র করে এক যুবককে মারধর এবং মাথায় রড দিয়ে মেরে খুনের অভিযোগ উঠেছে বাগনান এলাকায়। অভিযুক্ত হয়েছেন চারজন। খবরটি প্রকাশ্যে এসেছে শনিবার। চারজনের বিরুদ্ধে অভিযোগ, একটি মোটরসাইকেল সারানোর দোকানের ক
লোহার রডের মার, বাগনানে আহত যুবকের মৃত্যু, অভিযুক্ত ৪


হাওড়া, ১৫ নভেম্বর, (হি.স.): বকেয়া টাকা আদায়কে কেন্দ্র করে এক যুবককে মারধর এবং মাথায় রড দিয়ে মেরে খুনের অভিযোগ উঠেছে বাগনান এলাকায়। অভিযুক্ত হয়েছেন চারজন। খবরটি প্রকাশ্যে এসেছে শনিবার।

চারজনের বিরুদ্ধে অভিযোগ, একটি মোটরসাইকেল সারানোর দোকানের কাজের টাকা বাকি রেখে শেখ আব্দুর রহমান নামে ওই যুবক অন্য একটি দোকানে ফের বাইক সারাতে দেন। সেটা দেখতে পান আগের দোনাকের মালিক। এর পরেই ওই দোকানদার-সহ কয়েকজন ওই যুবককে ঘিরে ধরে মারধর করে। বচসার সময় হঠাৎই লোহার বস্তু দিয়ে মাথায় আঘাত করে বৃহস্পতিবার সন্ধ্যায়।

আহত যুবককে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনাটি বাগনান থানার পশ্চিম বাইনানের হাবাল এলাকার। বৃহস্পতিবার সন্ধ্যায় মারধরের ঘটনা ঘটে। তারপর শুক্রবার রাতে ওই ব্যক্তি মারা যান। পুলিশ এই ঘটনায় খুনের মামলার দায়ের করেছে। তদন্ত শুরু করেছে তাঁরা। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে। তাঁকে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কলকাতা স্থানান্তরিত করা হয়। পরিবারের লোকেরা তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার রাতেই তাঁর মাথায় অস্ত্রপচার হয়। শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande