কমলপুরে রাজনৈতিক হিংসা, সিপিআই(এম) কার্যালয় ও সমর্থকের দোকানে ভাঙচুর
কমলপুর (ত্রিপুরা), ১৫ নভেম্বর (হি.স.) : বিহারে এনডিএ জোটের বিপুল জয়ের পর ধলাই জেলার কমলপুর মহকুমায় রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটল। শুক্রবার রাতেই সিপিআই(এম)-এর মানিকভাণ্ডার মহকুমা কার্যালয়ে অগ্নিসংযোগ, হালহালি বাজারে সিপিআই(এম) অফিস ভাঙচুর এবং বাজারে এ
সিপিআইএম পার্টি অফিসে ভাঙচুর


কমলপুর (ত্রিপুরা), ১৫ নভেম্বর (হি.স.) : বিহারে এনডিএ জোটের বিপুল জয়ের পর ধলাই জেলার কমলপুর মহকুমায় রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটল। শুক্রবার রাতেই সিপিআই(এম)-এর মানিকভাণ্ডার মহকুমা কার্যালয়ে অগ্নিসংযোগ, হালহালি বাজারে সিপিআই(এম) অফিস ভাঙচুর এবং বাজারে এক দর্জি ও সিপিআই(এম) সমর্থক মোহনলাল দে-এর দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ দলের।

সিপিএম-এর অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীই এই হামলার নেপথ্যে রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস, মহকুমা সম্পাদক অমর ভট্টাচার্য, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুলেমান আলী, উপজাতি নেতা বদরভূম হালামসহ একটি প্রতিনিধি দল। পরিদর্শনের পর জেলা সম্পাদক অঞ্জন দাস জানান, “নির্বাচনী ফলের পর পরিকল্পিতভাবেই সন্ত্রাস ও ভীতি প্রদর্শনের মাধ্যমে বিরোধী দলকে দমিয়ে রাখার চেষ্টা চলছে।” দলের পক্ষ থেকে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande