
আগরতলা, ১৫ নভেম্বর (হি.স.) : জনজাতি আন্দোলনের মহান বিপ্লবী ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও আদিবাসী কংগ্রেস। শনিবার আগরতলার কংগ্রেস ভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার বিশ্রামগঞ্জ ও খোয়াইয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, রাজ্যের বিভিন্ন জেলা ও মহাকুমাতেও কংগ্রেস কর্মী-সমর্থকরা দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করবেন।
বিরসা মুণ্ডার আদর্শ ও সংগ্রামের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সারাদিনব্যাপী বিভিন্ন আলোচনা, শ্রদ্ধাঞ্জলি ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় বলে কংগ্রেস ভবন সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ