জনজাতি উন্নয়ন ছাড়া দেশ-রাজ্যের অগ্রগতি সম্ভব নয় : মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৫ নভেম্বর (হি.স.) : জনজাতিদের সার্বিক উন্নয়ন নিশ্চিত না হলে দেশ কিংবা রাজ্য প্রকৃত অর্থে এগিয়ে যেতে পারে না—এ কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, “জনজাতিদের সম্মান ও উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী য
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ১৫ নভেম্বর (হি.স.) : জনজাতিদের সার্বিক উন্নয়ন নিশ্চিত না হলে দেশ কিংবা রাজ্য প্রকৃত অর্থে এগিয়ে যেতে পারে না—এ কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, “জনজাতিদের সম্মান ও উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উদ্যোগ নিয়েছেন তা ঐতিহাসিক।”

শনিবার ভগবান বিরসা মুণ্ডার সার্ধ শতবর্ষ জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক পদযাত্রায় অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সমাপ্ত হয়।

ভারতের স্বাধীনতা সংগ্রামে জনজাতিদের অবদানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “বিরসা মুণ্ডা ছিলেন সংগ্রামের প্রতীক। তিনি জনজাতি সমাজকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।” দেশের সর্বত্র তাঁর জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে ঘোষণা করেছেন। সেই উপলক্ষে রাজ্যেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এদিনের শুভযাত্রায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্য সরকারের অন্যান্য দফতরের আধিকারিক এবং বহু সাধারণ মানুষ।

উদযাপনের অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা উমাকান্ত একাডেমীর সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মুখ্যমন্ত্রী জানান, সরকারের প্রধান লক্ষ্য জনজাতি সমাজের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং এই পথেই এগিয়ে চলছে রাজ্য।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande