শান্তিরবাজারে পি এম সূর্যঘর মুফত বিজলি যোজনা বিষয়ে মেগা ক্যাম্প
শান্তিরবাজার (ত্রিপুরা), ১৫ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা সরকার ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে রাষ্ট্রীয় পর্যায়ে গৃহীত পি এম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে শনিবার একটি মেগা ক্যাম
মফত বিজলি ক্যাম্প


শান্তিরবাজার (ত্রিপুরা), ১৫ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা সরকার ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে রাষ্ট্রীয় পর্যায়ে গৃহীত পি এম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে শনিবার একটি মেগা ক্যাম্পের আয়োজন করে বিদ্যুৎ নিগম। সর্বস্তরের মানুষের উন্নয়ন এবং বিদ্যুৎ বিলকে শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে এদিনের অনুষ্ঠানে পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ক্যাম্পের উদ্বোধন করেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, মহকুমাশাসক সঞ্জীব চাকমা, দক্ষিণ জেলার ডেপুটি জেনারেল ম্যানেজার সমীরণ দাস, এডিশনাল জেনারেল ম্যানেজার কান্তি দে, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক সহ অন্যান্য অতিথিবর্গ।

ক্যাম্পে বিদ্যুৎ নিগমের আধিকারিকরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন—

কীভাবে সাধারণ মানুষ এই যোজনার আওতায় ঘরে সোলার প্যানেল স্থাপন করতে পারবেন, কীভাবে বিদ্যুৎ বিল কমে শূন্যে নেমে আসবে এবং প্রকল্পের সার্বিক উপকারিতা কী।

বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক প্রমোদ রিয়াং বলেন, “প্রথমে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরাই নিজেদের বাড়িতে এই প্রকল্প বাস্তবায়ন করবেন। তাদের দেখে সাধারণ মানুষ উৎসাহিত হয়ে এই যোজনায় যুক্ত হবেন বলে আমরা আশাবাদী।”

অনুষ্ঠান শেষে ক্যাম্পে উপস্থিত বহু মানুষ সোলার যোজনার সুবিধা গ্রহণের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করেন। নিগমের ডেপুটি জেনারেল ম্যানেজার সমীরণ দাস জানান, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তারা অত্যন্ত উৎসাহিত।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande