
কলকাতা, ১৬ নভেম্বর (হি.স.): “আসন্ন ২০২৬ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কোনও সাধারণ নির্বাচন নয়, এটি হবে বাংলার শোষিত, নির্যাতিত মানুষের গর্জন!” এ কথা লিখেছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল-উন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
শনিবার বেশি রাতে এক্সবার্তায় তিনি লিখেছেন, “একদিকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মাননীয় শ্রী নরেন্দ্র মোদিজি অক্লান্ত পরিশ্রম করছেন দেশের আদিবাসী সম্প্রদায়কে উন্নত করতে, যাতে তাঁরা যোগ্য সম্মান, মর্যাদা ও প্রাপ্য সুযোগ পান। তিনি তাঁদের জাতীয় মূলধারার উন্নয়নে যুক্ত করছেন কথায় নয়, কাজে। স্পষ্ট সংকল্প এবং দৃঢ় পদক্ষেপে।
অন্যদিকে রয়েছে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, যারা কখনোই সুযোগ হাতছাড়া করে না আদিবাসী সম্প্রদায়গুলিকে হেয় করার! বারবার তারা অবমাননাকর বিভিন্ন মন্তব্য ও অসম্মান করে চলে, এমনকি দেশের সম্মাননীয়া রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু মহাশয়াকে নিয়েও কদর্য এবং অশালীন কটাক্ষ করতে পিছপা হয় না!
আদিবাসী সম্প্রদায়ের প্রতি তৃণমূলের এই বিদ্বেষী মনোভাব শুধু চূড়ান্ত অবমাননাকরই নয়, বরং তা জনসমক্ষে সম্পূর্ণভাবে প্রকাশিত এবং অসহনীয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গ বহুদিন ধরে এই ঔদ্ধত্য সহ্য করেছে। বাংলার মানুষ এসব দেখেছে, সহ্য করেছে কিন্তু এখন ধৈর্যের সমস্ত সীমা অতিক্রম করে গেছে।
এই নির্বাচন হবে অত্যাচারী তৃণমূলের বিরুদ্ধে মানুষের এক দৃঢ়, অমোঘ বার্তা। আর তৃণমূল কংগ্রেস তা শুনতে বাধ্য হবেই! পশ্চিমবঙ্গের মানুষ এখন প্রস্তুত, তৃণমূলের জঙ্গলরাজকে উপড়ে ফেলে দিতে।” এই বার্তা সুকান্তবাবু যুক্ত করেছেন রাজ্য বিজেপি-র এক্সবার্তার সঙ্গেও।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত