দলের গোষ্ঠীকোন্দল নিয়ে পুলিশকে তোপ শোভনদেব চট্টোপাধ্যায়ের
খড়দহ, ১৬ নভেম্বর (হি. স.) : পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই হামলার ঘটনা ঘটছে। দলের গোষ্ঠীকোন্দল নিয়ে পুলিশকে তোপ দাগলেন শোভনদেব চট্টোপাধ্যায়ের। তাঁর প্রশ্ন, পুলিশ কার দালাল? সমাজবিরোধীদের দালালি করবে পুলিশ? উত্তর ২৪ পরগনার খড়দহে দলের আহত কর্মীর পরি
শোভনদেব চট্টোপাধ্যায়


খড়দহ, ১৬ নভেম্বর (হি. স.) : পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই হামলার ঘটনা ঘটছে। দলের গোষ্ঠীকোন্দল নিয়ে পুলিশকে তোপ দাগলেন শোভনদেব চট্টোপাধ্যায়ের। তাঁর প্রশ্ন, পুলিশ কার দালাল? সমাজবিরোধীদের দালালি করবে পুলিশ? উত্তর ২৪ পরগনার খড়দহে দলের আহত কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে এমনই কথা বললেন শোভনদেব চট্টোপাধ্যায়।

শোভনদেব বলেন, “ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশ আসবে, নিহতের মায়ের সঙ্গে দেখা করবে, বয়ান নেবে, অকুস্থলে যাবে- এটাই তো পুলিশের কাজ। কিন্তু কিছুই নাই। উল্টে পুলিশ নাকি বলেছে, মিটিয়ে নাও। পুলিশ কার দালাল? কার দালালি করছে পুলিশ, আমি তো বুঝতে পারছি না।” তাঁর অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তা তো নিশ্চয়ই আছে, তা না হলে কীভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে?

প্রসঙ্গত, শনিবার দুই গোষ্ঠীর কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে খড়দহ। সংঘর্ষের মাঝে তৃণমূলেরই এক কর্মীকে ছুরি দিয়ে বেপরোয়া কোপানো হয় বলে অভিযোগ। অভিযোগের তির দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় দলের ওই কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা শোনার পর আহত কর্মীর বাড়িতে যান শোভনদেব চট্টোপাধ্যায়। তখনই তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande