
মুর্শিদাবাদ, ১৬ নভেম্বর (হি.স.): ফের বোমা মিলল মুর্শিদাবাদে। রবিবার লালগোলা থানার পুলিশ নসিপুর শ্মশান ঘাট এলাকায় ছয়টি তাজা সুতলি বোমা উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমা নিষ্ক্রিয় করার জন্য।
উল্লেখ্য, শনিবারই জেলার দেবীদাসপুরের একটি আমবাগান থেকে জারে রাখা ১০টি বোমা উদ্ধার করা হয়। ওই জার রাখা ছিল বাগানের ঝোপে। একই সঙ্গে সুতি থানার অন্তর্গত লক্ষ্মীপুর পঞ্চায়েতের চাঁদবাড়ি এলাকা থেকেও উদ্ধার হয় তিনটি বালতি ভর্তি তাজা বোমা। যা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে মুর্শিদাবাদ পুলিশ জেলায় বড়ঞায় পঞ্চাশের বেশি তাজা বোমা উদ্ধার হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলা বোমা সংক্রান্ত টোল ফ্রি নাম্বার চালু করার পর থেকে দুই সপ্তাহে প্রায় ১৫০০ তাজা বোমা উদ্ধার করেছে। একই সঙ্গে আঠাশটি মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই কুড়িজনকে গ্রেফতার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ