দুটি ট্রাকের সংঘর্ষ উলুবেড়িয়ায়; মৃত এক, আহত ৩
হাওড়া, ১৬ নভেম্বর (হি.স.): উলুবেড়িয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক জনের। জানা গেছে, মৃত্যু হয়েছে এক ট্রাক চালকের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে ১৬ নম্বর জাতীয় সড়কের হাওড়ার উলুবেড়িয়ার মনসাতলা উড়
Accident


হাওড়া, ১৬ নভেম্বর (হি.স.): উলুবেড়িয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক জনের। জানা গেছে, মৃত্যু হয়েছে এক ট্রাক চালকের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে ১৬ নম্বর জাতীয় সড়কের হাওড়ার উলুবেড়িয়ার মনসাতলা উড়ালপুলে। এই দুর্ঘটনার জেরে কোলাঘাটমুখী লেনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কোলাঘাট থেকে হাওড়া যাওয়ার পথে একটি কন্টেনারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উল্টো লেনে চলে আসে। সেই সময়ে কোলাঘাটের দিকে যাওয়া একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। দুটো ট্রাকের মধ্যে আটকে পড়েন দুই চালকসহ চারজন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয়রাও। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা হয়। তাঁদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসক এক ট্রাক চালককে মৃত ঘোষণা করেন। মৃত ট্রাক চালকের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মৃত চালকের পরিচয় জানার চেষ্টা করছে। অন্যদিকে, দুর্ঘটনার জেরে কোলাঘাটমুখী লেনে বেশ কিছুক্ষণ যানজট থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande