শিলিগুড়িতে দম্পতির দেহ উদ্ধার, চাঞ্চল্য
শিলিগুড়ি, ১৬ নভেম্বর (হি.স.): শিলিগুড়িতে এক দম্পতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো| ঘটনাটি ঘটেছে রবিবার| জানা গেছে, শিলিগুড়ি আশিঘর সংলগ্ন থারুঘাটিতে এক দম্পতির দেহ উদ্ধার হয়। স্থানীয় সাহু নদীতে রক্তাক্ত অবস্থায় অনিমা মণ্ডল নামে এক মহিলার দেহ উদ
Death


শিলিগুড়ি, ১৬ নভেম্বর (হি.স.): শিলিগুড়িতে এক দম্পতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো| ঘটনাটি ঘটেছে রবিবার| জানা গেছে, শিলিগুড়ি আশিঘর সংলগ্ন থারুঘাটিতে এক দম্পতির দেহ উদ্ধার হয়। স্থানীয় সাহু নদীতে রক্তাক্ত অবস্থায় অনিমা মণ্ডল নামে এক মহিলার দেহ উদ্ধার হয়। এ দিকে আবার, ঘটনাস্থল থেকে প্রায় কয়েকশো মিটার দূরে তপন মণ্ডল নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ জঙ্গলের একটি গাছে ঝুলতে দেখা যায়|

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকে ওই দু'জন নিখোঁজ ছিলেন। সম্পর্কে তাঁরা দম্পতি ছিলেন| রবিবার সকালে তাঁদের দেহ উদ্ধার হয়। দুইজনই স্থানীয় এলাকার বাসিন্দা। আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নিয়েছে| পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande