মহিলার গলাকাটা রক্তাক্ত মৃতদেহ, অদূরে গাছে ঝুলন্ত স্বামীর মৃতদেহ, শিলিগুড়িতে আতঙ্ক
শিলিগুড়ি, ১৫ নভেম্বর (হি.স.): নদীর পাড়ে পড়ে রয়েছে মহিলার গলাকাটা রক্তাক্ত মৃতদেহ। অদূরে গাছ থেকে ঝুলছে স্বামীর গলায় ফাঁস লাগানোর মৃতদেহ। রবিবার সাতসকালে এই হাড়হিম করা ঘটনা দেখে আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ি এলাকায়। খবর দেওয়া হয় আশিঘর থানায়। মৃত ওই দম্পতি
মহিলার গলাকাটা রক্তাক্ত মৃতদেহ, অদূরে গাছে ঝুলন্ত স্বামীর মৃতদেহ, শিলিগুড়িতে আতঙ্ক


শিলিগুড়ি, ১৫ নভেম্বর (হি.স.): নদীর পাড়ে পড়ে রয়েছে মহিলার গলাকাটা রক্তাক্ত মৃতদেহ। অদূরে গাছ থেকে ঝুলছে স্বামীর গলায় ফাঁস লাগানোর মৃতদেহ। রবিবার সাতসকালে এই হাড়হিম করা ঘটনা দেখে আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ি এলাকায়। খবর দেওয়া হয় আশিঘর থানায়।

মৃত ওই দম্পতির নাম তপন মণ্ডল ও অনিমা মণ্ডল। জানা গিয়েছে, শিলিগুড়ির ভোলাপাড়া এলাকায় বাড়ি ওই দম্পতির। দীর্ঘ দুই দশকের বেশি সময় তাঁদের দাম্পত্য জীবন। তাঁদের দুই ছেলে। স্বামী-স্ত্রী ও দুই ছেলে প্রত্যেকেই কর্মরত। সংসারে কোনও অশান্তি ছিল না।

দম্পতির মধ্যেও ঝগড়া-অশান্তি হত না বলে প্রতিবেশীরা জানিয়েছেন। তপন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্ত্রী অনিমা একটি কারখানায় কাজ করতেন। কাজ শেষের পর নির্দিষ্ট সময়ে স্বামী-স্ত্রী নিত্যদিন বাড়ি ফিরে আসতেন বলে খবর।

শনিবার সন্ধ্যা থেকে ওই দম্পতির খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনেও যোগাযোগ করা যায়নি। বিভিন্ন জায়গায় খোঁজখবরও চলে। থানায় বিষয়টি জানানো হয়। রবিবার সকালে জোড়া মৃতদেহ উদ্ধার হয়।

শিলিগুড়ির নরেশ মোড় এলাকার পাশ দিয়েই বয়ে গিয়েছে সাহু নদী। সেই নদীর পাড়েই অনিতার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তার থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি গাছে স্বামী তপনের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দম্পতির জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে শুরু হয়েছে চর্চা। জোড়া খুন নাকি অন্য কিছু? সেই প্রশ্ন উঠেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande