
কলকাতা, ১৬ নভেম্বর (হি.স.): যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে, রেলের তরফে সাহেবগঞ্জ ও দানাপুরের মধ্যে বিশেষ ট্রেনের পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 03235/03236 সাহেবগঞ্জ-দানাপুর-সাহিবগঞ্জ স্পেশাল 13235/13236 সাহেবগঞ্জ-দানাপুর-সাহিবগঞ্জ এক্সপ্রেস আগের মতো, একই পথে একই স্টপেজ এবং সময়ে চলবে। 03235 সাহেবগঞ্জ – দানাপুর সাপ্তাহিক বিশেষ 16.11.2025, 23.11.2025 এবং 30.11.2025 তারিখে সাহেবগঞ্জ ছাড়বে এবং 03236 দানাপুর – সাহিবগঞ্জ সাপ্তাহিক বিশেষ 16.11.2025, 23.11.2025 এবং 23.11.2025 তারিখে দানাপুর ছাড়বে৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত