
পটনা, ১৫ নভেম্বর, (হি.স.): ১৮তম বিহার বিধানসভার ফলাফল নির্বাচন কমিশন রাজ্যপাল রাজেন্দ্র অরলেকারের হাতে তুলে দিল। এবার শুরু হচ্ছে নতুন বিধানসভা গঠনের প্রক্রিয়া শুরু এবং আচরণবিধি তুলে নেওয়া হবে।
বিজেপি এখন ছোট সঙ্গীদের সঙ্গে বসে তাদের মন্ত্রিত্বের অংশ চূড়ান্ত করবে। হাম-নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝি দিল্লিতে গিয়ে দেখা করবেন অমিত শাহের সঙ্গে। একই কারণে রাজধানী গিয়েছেন উপেন্দ্র কুশওয়াহা। আরএলজেপি প্রধান চিরাগ পাসবানও দিল্লি পৌঁছবেন। তিনটি দল— আরএলজেপি, হাম ও আরএলএম-কে নিয়ে এক দফা যৌথ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
দিল্লিতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে আজ পটনায় ফেরেন জেডিইউ-র কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে তাঁর আলোচনা শেষে দলীয় বৈঠকের প্রস্তুতি শুরু হবে।
জেডিইউ আইনসভার দলীয় বৈঠক ডাকা হতে পারে সোমবারই। মোটামুটি ঠিক হয়ে গিয়েছে— ১৮ নভেম্বরের মধ্যেই এনডিএ-র নেতা নির্বাচন প্রক্রিয়া শেষ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত