রাজস্থানে বাস–টেম্পোর সংঘর্ষে মৃত ৬, আহত ১৪
যোধপুর, ১৬ নভেম্বর (হি.স.) : রাজস্থানের যোধপুর–বালেসর জাতীয় সড়কে রবিবার ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল গুজরাটের ছ’জন বাসিন্দার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাটের আহমেদাবাদ জেলার বনসকাঁথা ও ধনসুরা এলাকা থেকে ২০ জনের একটি দল বাসে করে যোধপুরে যাচ্ছিল, ঠ
দুর্ঘটনা


যোধপুর, ১৬ নভেম্বর (হি.স.) : রাজস্থানের যোধপুর–বালেসর জাতীয় সড়কে রবিবার ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল গুজরাটের ছ’জন বাসিন্দার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাটের আহমেদাবাদ জেলার বনসকাঁথা ও ধনসুরা এলাকা থেকে ২০ জনের একটি দল বাসে করে যোধপুরে যাচ্ছিল, ঠিক তখনই খারিবেরি গ্রামের কাছে সামনের দিকে আসা একটি শস্যবোঝাই টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন মহিলা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রথমে বালেসর হাসপাতালে পাঠায়। পরে আশঙ্কাজনক অবস্থার কয়েকজনকে যোধপুরের মথুরাদাস মাথুর হাসপাতাল পাঠানো হয়। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। মোট ছ’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। আহত ১৪ জনের চিকিৎসা চলছে, কয়েকজনের অবস্থা এখনও সংকটজনক।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নেমে আসে শোকের ছায়া। নিহতদের পরিবারগুলিকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, দ্রুতগতি অথবা চালকের অসাবধানতা থেকেই ঘটে থাকতে পারে এই মর্মান্তিক দুর্ঘটনা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande