
কলকাতা, ১৬ নভেম্বর (হি.স.): “হিমাচল প্রদেশে হিমালয়ের পাদদেশে অবস্থিত দেবভূমিতে ভারতীয় জওয়ানরা একটি মনোরেল ব্যবস্থা তৈরি করেছেন”। এই মন্তব্য করে সেখানকার উল্লেখযোগ্য প্রযুক্তিগত এক সাফল্যের ভিডিয়ো রবিবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
রবিবার তিনি এক্সবার্তায় দুটি পোস্ট এর সঙ্গে একটি ভিডিয়ো যুক্ত করে লিখেছেন, আমাদের সৈন্যরা দেশকে রক্ষা করার জন্য এই কঠিন ভূখণ্ডে অবস্থান করছে। কিন্তু খাদ্য ও চিকিৎসা সহায়তার মতো প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই ব্যবস্থা এখন সেই সমস্যা দূর করবে। প্রায় ১৬,০০০ ফুট উচ্চতায়, এই পরিষেবা ৩০০ কেজি পর্যন্ত সামগ্রী পরিবহন করতে পারে। এটি একটি উল্লেখযোগ্য প্রযুক্তিগত অর্জন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত