হরিদ্বারে ভস্মীভূত দোকান, হতাহতের খবর নেই
হরিদ্বার, ১৬ নভেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারে শনিবার গভীর রাতে এক কাপড়ের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে দোকানে থাকা লক্ষাধিক টাকার পোশাক ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার
হরিদ্বারে মুহূর্তে আগুন গ্রাস করল পুরো দোকান, হতাহতের খবর নেই


হরিদ্বার, ১৬ নভেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারে শনিবার গভীর রাতে এক কাপড়ের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে দোকানে থাকা লক্ষাধিক টাকার পোশাক ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে| তবে ততক্ষণে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। তবে কোনও হতাহতের খবর নেই|

রবিবার প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার রাতে আগুনের লেলিহান শিখা দেখতে পান পাশের একটি দোকানের মালিক মণীশ। তিনিই প্রথম দোকানদার শিবকুমারকে খবর দেন। শিবকুমার এসে দেখেন, দোকানের ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। স্থানীয়রা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু আগুন দ্রুত হাতের বাইরে চলে যায়। পরে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আগুন এতটাই ভয়াবহ ছিল যে দমকলের গাড়ি না এলে আরও বড় ক্ষতি হয়ে যেত। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande