
পাটনা, ১৬ নভেম্বর (হি.স.): শনিবারই রাজনীতি ছাড়ার ঘোষণা করেছিলেন আরজেডি প্রসাদ লালুপ্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্য। একই সঙ্গে জানিয়েছিলেন, পরিবারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করছেন তিনি। রবিবার এক্স মাধ্যমে পোস্ট করে তার কারণও ব্যাখ্যা করলেন রোহিণী। জানান, মারধর করতে চটিও তোলা হয়েছে।
পরিবারের প্রতি ক্ষোভ উগড়ে রবিবার তিনি লিখেছেন, গতকাল একজন কন্যা, একজন বোন, একজন বিবাহিত নারী, একজন মাকে অপমান করা হয়েছে। অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে, মারধর করতে চটিও তোলা হয়েছে। আমি আত্ম-মর্যাদার সঙ্গে কোনও আপোশ করিনি। ঠিক এই কারণেই আমায় এত হেনস্থার শিকার হতে হল।
পোস্টে তিনি আরও লিখেছেন, গতকাল মা-বাবাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছি... কাঁদতে কাঁদতে ছেড়ে গিয়েছি বাবার বাড়ি... অনাথ হয়ে গিয়েছি আমি। আর কাউকে যেন আমার পথে না হাঁটত হয়। আর কোনও ঘরে যেন রোহিণীর মতো মেয়ে-বোন না জন্মায়।
উল্লেখ্য, বিহার বিধানসভা ভোটের প্রচারের মাঝে পরিবারের গোলমাল প্রকাশ্যে এনেছিলেন রোহিণী ৷ তিনি লালু প্রসাদকে সোশাল মিডিয়ায় আনফলো করেন ৷ সঙ্গে তাঁর ভাই তেজস্বীকেও ৷ ভাইয়ের বিহার অধিকার যাত্রার সময় সঞ্জয় যাদবকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি৷
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ