সোনভদ্রে খনিতে ধস, উদ্ধার এক শ্রমিকের দেহ
সোনভদ্র, ১৬ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের সোনভদ্রে খনিতে ধস। ওবরা থানার অন্তর্গত এলাকার এক খনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটে। বিশাল অংশ ভেঙে পড়ে। প্রায় ১৫০ ফুট গভীরে কাজ করা একাধিক শ্রমিক চাপা পড়েছেন বলে আশঙ্কা। রবিবার সকাল থেকে এনডিআরএফ ও এসডিআরএফ এই
সোনভদ্রে খনিধস, উদ্ধার এক শ্রমিকের দেহ


সোনভদ্র, ১৬ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের সোনভদ্রে খনিতে ধস। ওবরা থানার অন্তর্গত এলাকার এক খনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটে। বিশাল অংশ ভেঙে পড়ে। প্রায় ১৫০ ফুট গভীরে কাজ করা একাধিক শ্রমিক চাপা পড়েছেন বলে আশঙ্কা। রবিবার সকাল থেকে এনডিআরএফ ও এসডিআরএফ এই উদ্ধার অভিযানে একটি দেহ উদ্ধার করেছে। মৃতের রাজু সিং গোড় (৩০)। আরও অনেকের আটকে থাকার আশঙ্কা|

প্রশাসনের এক আধিকারিক জানান, শনিবার রাত থেকেই ধসে পড়া পাথর ও মাটি সরানোর কাজ চলছে। উদ্ধার অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় এনডিআরএফ–এসডিআরএফ কাজ চালাচ্ছে। এদিন জেলাশাসক জানান, ধসে চাপা শ্রমিকদের সন্ধানে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। বহু শ্রমিকের নিখোঁজ থাকার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande