কান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কান্ডে মৃত্যু আরও একজনের
মুর্শিদাবাদ, ১৬ নভেম্বর (হি.স.): রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হলো। শনিবার রাতে আনিসুর শেখ (৫১) ও রবিবার সকালে নূরজাহান বিবির (২৬) মৃত্যু হয়। গত বুধবার কান্দি থানার রামেশ্বরপুর গ্রামে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়
কান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কান্ডে মৃত্যু আরও একজনের


মুর্শিদাবাদ, ১৬ নভেম্বর (হি.স.): রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হলো। শনিবার রাতে আনিসুর শেখ (৫১) ও রবিবার সকালে নূরজাহান বিবির (২৬) মৃত্যু হয়। গত বুধবার কান্দি থানার রামেশ্বরপুর গ্রামে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। ওই ঘটনায় মোট ছয় জন জখম হয়েছিলেন। তাঁদের মধ্যে পাঁচ জনকে আশঙ্কা জনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা পাঠানো হয়।

উল্লেখ্য, বুধবার দুপুরে নাতনিকে কোলে নিয়ে বাইরে বসে ছিলেন আনিসুর। ঘরের ভিতরে ছিলেন আরও কয়েকজন। রান্নাঘরে কাজ করছিলেন তাঁরা। আচমকাই ওই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে দগ্ধ হন পাঁচ জনই। আহতদের মধ্যে ছিলেন আনিসুর শেখ, নুরজাহান বিবি, আল্লাদি বিবি, রুলি বিবি এবং রিজবা। বিকট শব্দে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন গ্রামের লোকেরা। খবর দেওয়া হয় থানা ও দমকলে। কান্দি থেকে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। অন্যদিকে পড়শিরাই পাঁচ জনকে উদ্ধার করে প্রথমে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হলো না|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande