২৮ নভেম্বর লখনউতে ব্রহ্মকুমারীদের অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি
লখনউ, ১৬ নভেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২৮ নভেম্বর লখনউয়ের সুলতানপুর রোডে ব্রহ্মকুমারীদের রাজযোগ প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্যস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। ব্রহ্মকুমারীদের লখনউয়ের সাব-জোন ইনচার্জ রাজযোগিনী রাধা দিদি এই তথ্য প্রদান
রাষ্ট্রপতি


লখনউ, ১৬ নভেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২৮ নভেম্বর লখনউয়ের সুলতানপুর রোডে ব্রহ্মকুমারীদের রাজযোগ প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্যস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

ব্রহ্মকুমারীদের লখনউয়ের সাব-জোন ইনচার্জ রাজযোগিনী রাধা দিদি এই তথ্য প্রদান করেছেন। তিনি জানিয়েছেন , রাষ্ট্রপতি ছাড়াও, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ব্রহ্মকুমারীর যুগ্ম প্রধান প্রশাসক রাজযোগিনী সন্তোষ দিদি বিশ্ব ঐক্য ও আস্থার জন্য ধ্যান (যোগ) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

রাজযোগিনী রাধা দিদি বলেন, আধ্যাত্মিকতা প্রতিটি শ্রেণী এবং বয়সের জন্য অপরিহার্য। কেবলমাত্র এর মাধ্যমেই মানুষের আত্মা রূপান্তরিত হতে পারে এবং বসুধৈব কুটুম্বকমের সংকল্প বাস্তবায়িত হতে পারে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande