ফিরোজপুরে আরএসএস কার্যকর্তাকে গুলি করে হত্যার অভিযোগ
চণ্ডীগড়, ১৬ নভেম্বর (হি.স.): পাঞ্জাবের ফিরোজপুরে দুষ্কৃতীরা এক আরএসএস কার্যকর্তাকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। জানা গেছে, শনিবার রাতে চাঞ্চল্যকর এই
ফিরোজপুরে আরএসএস কর্মীকে গুলি করে হত্যা


চণ্ডীগড়, ১৬ নভেম্বর (হি.স.): পাঞ্জাবের ফিরোজপুরে দুষ্কৃতীরা এক আরএসএস কার্যকর্তাকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

জানা গেছে, শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ফিরোজপুরের মোচি বাজারে। মৃতের নাম নবীন আরোরা। ওই বাজারে একটি মুদির দোকান ছিল নবীনের। শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। তবে বাজারের ঠিক মাঝখানে তাঁর পথ আটকায় দুজন। কিছু বুঝে ওঠার আগেই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে নবীনের মাথায় গুলি চালানো হয়। মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে হামলাকারী দুই সন্দেহভাজনের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভি ফুটেজ। পুলিশের আশা, শীঘ্রই গ্রেফতার করা হবে অপরাধীদের।

এদিকে ভয়াবহ এই হত্যাকাণ্ডের খবর সামনে আসার পর ব্যাপক শোরগোল শুরু হয়েছে। ঘটনার প্রতিবাদে বন্ধ রাখা হয় বাজার। পাঞ্জাবের আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, পাঞ্জাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। অথচ তাদের উপর পুলিশের কোনও নিয়ন্ত্রণ নেই। প্রতিদিন প্রকাশ্যে খুন হচ্ছে।

রবিবার সকালে এসএসপি ভূপেন্দ্র সিং এবং বিধায়ক রণবীর সিংও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন। এসএসপি জানান, পুলিশ পুরো এলাকা থেকে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করছে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande