
কলকাতা, ১৬ নভেম্বর (হি.স.): “ন্যাশনাল প্রেস ডে-এর এই বিশেষ দিনে আমাদের গণমাধ্যম পরিবারকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা।” রবিবার এক্সবার্তায় এ কথা লিখেছেন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল-উন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
তিনি লিখেছেন, “সত্যের সন্ধানে তাঁদের অবিচল নিষ্ঠা, জবাবদিহিতার প্রতি অটল অঙ্গীকার এবং সমাজকে সচেতন করার নিরলস প্রচেষ্টা আমাদের গণতন্ত্রকে প্রতিনিয়ত আরও শক্তিশালী, স্বচ্ছ ও প্রগতিশীল করে তুলছে।
দেশের প্রতিটি নাগরিককে ক্ষমতায়নের এই যাত্রাপথে তাঁদের ভূমিকা নিঃসন্দেহে অনন্য ও অনুপ্রেরণাদায়ক।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত