
সুকমা, ১৬ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল তিন মাওবাদীর। প্রত্যেকের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা করে। ঘটনাটি ঘটেছে তুমালপাড় গ্রামের কাছে। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন আইজি বস্তার পি সুন্দররাজ। পরে সুকমা পুলিশ জানায়, মৃতদের মধ্যে রয়েছে মিলিশিয়া কমান্ডার ও স্নাইপার বিশেষজ্ঞ মাড়ভি দেবা। পাশাপাশি দুই মহিলা মাওবাদী পোডিয়াম গঙ্গি ও সোড়ি গঙ্গিরও মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) উদ্ধার করেছে একটি পয়েন্ট ৩০৩ রাইফেল, বিসিজিএল লঞ্চার এবং একাধিক গুলি। এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে। আরও কেউ লুকিয়ে আছে কি না তা দেখা হচ্ছে।
উল্লেখ্য, ছত্তিশগড় মাওবাদী তথা নকশালপন্থীদের বিচরণক্ষেত্র। একাধিক বড় বড় অপারেশন তাঁরা এখান থেকেই চালিয়েছে। দীর্ঘদিন ধরে মাওবাদী দমনের চেষ্টা করেও সেভাবে সফল হয়নি কোনও প্রশাসন। তবে, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে, প্রতি মাসেই কম-বেশি নকশাল দমনের খবর পাওয়া যায়। অনেকে এসব দেখে সমাজের মূল স্রোতে ফেরার সিদ্ধান্তও নিয়েছে, কিন্তু তারপরও পুরোপুরি এদের বাগে আনা যায়নি। প্রায়শই মাওবাদী অধ্যুসিত এলাকাগুলিতে অভিযান চলছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ