
শিমলা, ১৬ নভেম্বর (হি.স.) : শিমলায় মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেল পুলিশ। শনিবার সন্ধ্যারাতে টহল দেওয়ার সময় তিন যুবককে আটক করে তাদের কাছ থেকে প্রায় ৬ কেজি ৯১০ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার হয়েছে। অভিযুক্তদের মধ্যে দু’জনের বাড়ি হরিয়ানার অম্বালা জেলায়, অপর জন হিমাচলের শিমলা জেলার রামপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহজনক গতিবিধি দেখে তিন যুবককে থামিয়ে তল্লাশি চালানো হলে নেশাদ্রব্য উদ্ধার হয়। গ্রেফতার হওয়া তিনজন হল রজত কুমার (৩০), শুভম ঘই (২৯), কমলেশ ভর্মা (২৫)| পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা শিমলা এলাকায় নেশাদ্রব্য সরবরাহ করতে এসেছিল। উদ্ধার হওয়া মাদক (হেরোইন) বাজেয়াপ্ত করে নিউ শিমলা থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য