
কলকাতা, ১৬ নভেম্বর (হি.স.): হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পশ্চিমী শুষ্ক ও শীতল হাওয়ার প্রভাব কমবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ও গরম হওয়া নিয়ে ঢুকবে পূবালী বাতাস।
রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কুয়াশা বাড়ার সম্ভাবনা। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে কুয়াশা। বিশেষ করে খুব সকালের দিকে কুয়াশার দাপট বেশি থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যাবে।
উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। আগামী ৬-৭ দিন চলবে এই শীতের আমেজ। সেখানে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ