জরুরি পরিষেবায় স্বস্তি, ৮ লক্ষ টাকায় অ্যাম্বুলেন্স দিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়
আগরতলা, ১৬ নভেম্বর (হি.স.) : আগরতলার বনমালীপুর কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র রায়ের বিধায়ক উন্নয়ন প্রকল্প তহবিল থেকে উত্তর বনমালীপুর ইয়ংস কর্নার ক্লাবকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক গোপা
অ্যাম্বুলেন্স বিতরণ


আগরতলা, ১৬ নভেম্বর (হি.স.) : আগরতলার বনমালীপুর কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র রায়ের বিধায়ক উন্নয়ন প্রকল্প তহবিল থেকে উত্তর বনমালীপুর ইয়ংস কর্নার ক্লাবকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক গোপাল চন্দ্র রায় আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন। উপস্থিত ছিলেন কর্পোরেটর হিমানী দেববর্মা, ক্লাব কর্তৃপক্ষসহ বহু বিশিষ্টজন।

জানা গেছে, প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে ক্রয় করা এই অ্যাম্বুলেন্সটি এলাকায় জরুরি পরিষেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বনমালীপুর এলাকায় দীর্ঘদিন ধরেই অ্যাম্বুলেন্স সংকট ছিল। সেই প্রেক্ষিতে ইয়ংস কর্নার ক্লাবের পক্ষ থেকে বিধায়কের কাছে এ সংক্রান্ত দাবি জানানো হয়েছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় এলাকার বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বনমালীপুর কেন্দ্রে এ নিয়ে মোট দশটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান, “আমি চাই বনমালীপুর এলাকার সর্বাঙ্গীন উন্নয়ন। উন্নয়নের ক্ষেত্রে কোনও রং দেখা হয় না, মানবসেবাই মূল কথা।” শ্রমিক, কৃষক, কর্মচারীসহ সকল স্তরের মানুষকে এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande