
আগরতলা, ১৬ নভেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার “এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা” স্বপ্ন সফল করতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে রবিবার একটি যুব সম্মেলনের আয়োজন করল ৮ টাউন বড়দোয়ালি যুব মোর্চা। রাজধানীর সুকান্ত অ্যাকাডেমীর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের কর্পোরেটর, দলীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।
সম্মেলনে উপস্থিত ছিলেন সদর শহর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য, যুব মোর্চার প্রদেশ সহ-সভাপতি ভিকি প্রসাদ, মণ্ডল সভাপতি শ্যামল দে, যুব মোর্চার মণ্ডল সভাপতি পদ্মনাভ সাহা সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব। বক্তারা আত্মনির্ভর ভারত গঠন ও ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে যুব সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
৮ টাউন বড়দোয়ালি যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত সংকল্পকে সফল করতে এবং মুখ্যমন্ত্রীর উন্নয়নমুখী লক্ষ্যপূরণে যুব সমাজকে স্বাবলম্বী ও দক্ষ হিসেবে গড়ে তুলতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ থেকে যুব মোর্চার কর্মী-সমর্থকরা ব্যাপকভাবে উপস্থিত ছিলেন বলে আয়োজকরা জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ