কমলপুরে ‘এগিয়ে চলো’ সামাজিক সংস্থায় নবনির্মিত পাঠগৃহের উদ্বোধন
কমলপুর (ত্রিপুরা), ১৬ নভেম্বর (হি.স.) : ধলাই জেলার কমলপুরের নোয়াগাও-এ অবস্থিত ‘এগিয়ে চলো’ সামাজিক সংস্থার উদ্যোগে নবনির্মিত পাঠগৃহের উদ্বোধন হল রবিবার। কমলপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ কান্তি দেব তাঁর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে
পাঠগৃহের উদ্বোধন


কমলপুর (ত্রিপুরা), ১৬ নভেম্বর (হি.স.) : ধলাই জেলার কমলপুরের নোয়াগাও-এ অবস্থিত ‘এগিয়ে চলো’ সামাজিক সংস্থার উদ্যোগে নবনির্মিত পাঠগৃহের উদ্বোধন হল রবিবার। কমলপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ কান্তি দেব তাঁর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে পাঠগৃহটি প্রদান করেন।

এদিন প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে পাঠগৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারপার্সন শম্পা দাস, আইনজীবী কেশব ভৌমিক, ‘এগিয়ে চলো’ সংস্থার সম্পাদক অমল ঘোষ, নোয়াগাও পঞ্চায়েতের উপ-প্রধান বাদল দেব সহ অন্যান্যরা।

পাঠগৃহ উদ্বোধন উপলক্ষে ‘এগিয়ে চলো’ সামাজিক সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। শিবিরে সংস্থার সদস্যরা উৎসাহের সঙ্গে রক্তদান করেন। অনুষ্ঠানস্থলে ছিল উৎসবের আবহ এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande