পরিবেশ রক্ষায় শান্তি কামী সংঘের সাফাই ও সচেতনতা অভিযান
আগরতলা, ১৬ নভেম্বর (হি.স.) : পরিবেশ দূষণমুক্ত রাখতে সাফাই ও সচেতনতা অভিযানে নেমেছে রাজধানীর বুদ্ধমন্দির সংলগ্ন শান্তি কামী সংঘ। রবিবার সংঘের উদ্যোগে এলাকায় আবর্জনা পরিষ্কার ও পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে এক বিশেষ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত
সাফাই অভিযান


আগরতলা, ১৬ নভেম্বর (হি.স.) : পরিবেশ দূষণমুক্ত রাখতে সাফাই ও সচেতনতা অভিযানে নেমেছে রাজধানীর বুদ্ধমন্দির সংলগ্ন শান্তি কামী সংঘ। রবিবার সংঘের উদ্যোগে এলাকায় আবর্জনা পরিষ্কার ও পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে এক বিশেষ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্য–সদস্যারা সক্রিয়ভাবে অংশ নেন এদিনের এই সাফাই অভিযানে।

শান্তি কামী সংঘের সভাপতি দীপক সিংহ জানান, “এলাকার কিছু বাসিন্দা যত্রতত্র আবর্জনা ফেলছেন, যার ফলে পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে আমাদের এই উদ্যোগ।” তিনি আরও বলেন, আগামী দিনেও এমন কর্মসূচি অব্যাহত রাখবে শান্তি কামী সংঘ। সংগঠনের পক্ষ থেকে এলাকাবাসীর উদ্দেশে অনুরোধ জানানো হয়, যেন কেউ রাস্তা বা খোলা স্থানে আবর্জনা না ফেলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande