
ফটিকরায় (ত্রিপুরা), ১৬ নভেম্বর (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায়ের গোকুলনগর গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল মনুশ্রী কৃষি উৎপাদক সংস্থা। শনিবার নাবার্ডের আর্থিক সহায়তায় ‘গ্রোয়িং সিড’ কোম্পানির উদ্যোগে গড়ে ওঠা এই কৃষি উৎপাদক সংস্থার উদ্বোধন করেন ত্রিপুরার মৎস্য মন্ত্রী সুধাংশু দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, উত্তর পূর্বাঞ্চলে মাছ খাওয়ার প্রবণতা সর্বাধিক ত্রিপুরায় হলেও উৎপাদন সেই তুলনায় অনেক কম। ফলে বহিঃরাজ্যের মাছের উপর নির্ভরতা থেকে যাচ্ছে। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “রাজ্যে মাছ উৎপাদনের সুযোগ থাকা সত্ত্বেও অনেকেই নিজের পুকুরকে বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন না। পুকুরে মাছ চাষ করলে রাজ্যের চাহিদা মেটানো যাবে, পাশাপাশি নিজস্ব আর্থিক উপার্জনও বাড়বে।”
এদিন মন্ত্রী ছাগল, গরু ও শুকর প্রতিপালনের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, “রাজ্যে পাঁঠার মাংসের চাহিদা প্রচুর, কিন্তু মানুষ ছাগল পালনে আগ্রহী নন। ছাগল, গরু ও শুকর প্রতিপালন করলে একদিকে মাংস ও দুধের চাহিদা মিটবে, অন্যদিকে স্বনির্ভরতা বাড়বে।” কৃষক ও উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি আরও জানান, সরকার বিভিন্ন প্রকল্পের আওতায় ঋণ দিতে প্রস্তুত এবং সেই ঋণ ব্যবহার করে কৃষিকাজ ও ব্যবসার মাধ্যমে রাজ্যের মানুষকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনের পাশাপাশি মনুশ্রী সংস্থার তৈরি শুটকি, শুটকিচাটনি ও নানা ধরনের শুকনো মাছজাত পণ্যের বাণিজ্যিক যাত্রার সূচনা করেন মন্ত্রী। এই পণ্যগুলি এখন অনলাইন ও অফলাইনে বাজারজাত করা হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের ফলে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং ভোক্তারা ঘরে বসেই নিজেদের পছন্দমতো খাদ্য পণ্য সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, নাবার্ডের ডিজিএম দিগন্ত কুমার দাস, 'গ্রোয়িং সীড' কোম্পানির জেনারেল ম্যানেজার পুনম ভট্টাচার্যসহ অন্যান্যরা। সংস্থাটি আশা করছে, তাদের এই উদ্যোগ আগামী দিনে জেলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ