পুলিশের অনুমতি বাতিল, আগরতলায় বিক্ষোভ ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির
আগরতলা, ১৬ নভেম্বর (হি.স.) : কর্মী স্বল্পতার কারণ দেখিয়ে বামপন্থী কর্মচারী সংগঠনের তিন ঘণ্টার গণ অবস্থান কর্মসূচির অনুমতি শেষ মুহূর্তে বাতিল করল পুলিশ প্রশাসন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে রবিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় বিক্ষ
কর্মচারীদের বিক্ষোভ


আগরতলা, ১৬ নভেম্বর (হি.স.) : কর্মী স্বল্পতার কারণ দেখিয়ে বামপন্থী কর্মচারী সংগঠনের তিন ঘণ্টার গণ অবস্থান কর্মসূচির অনুমতি শেষ মুহূর্তে বাতিল করল পুলিশ প্রশাসন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে রবিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি (এইচবি রোড)।

অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন এবং ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে শিক্ষক-সরকারি কর্মচারীদের বিভিন্ন জরুরি দাবিতে রবিবার সকাল ১১টা থেকে তিন ঘণ্টার গণঅবস্থানের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এ জন্য ১ নভেম্বর পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়। সংগঠনের দাবি, শুরুতে অনুমতি সত্ত্বেও শনিবার রাতে পুলিশ গণঅবস্থান বাতিলের সিদ্ধান্ত জানায়।

এদিন সকালে আগরতলার নির্ধারিত স্থানে সমবেত হয়ে অনুমতি বাতিলের খবর জানতে পারেন সংগঠনের সমর্থকেরা। এরপর তাঁদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, এর আগেও গত ৮ জুলাই সংগঠনের মিছিলের অনুমতিও পুলিশ দেয়নি বলে অভিযোগ।

সংগঠনের এক নারী নেত্রী জানান, সর্বভারতীয় ১১ দফা এবং রাজ্যের ১৪ দফা দাবির ভিত্তিতে এই গণঅবস্থানের আয়োজন করা হয়েছিল। কিন্তু কর্মী স্বল্পতার অজুহাতে পুলিশ অনুমতি বাতিল করায় তাঁরা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

গণঅবস্থান ব্যাহত হওয়ার পর কমিটির সমর্থকেরা রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ থেকে নেতৃবৃন্দ জানান, যত বাধা-বিপত্তিই আসুক, তাঁদের আন্দোলন চলবে। প্রয়োজনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande