
আগরতলা, ১৬ নভেম্বর (হি.স.) : যোগাসন অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে রবিবার নেতাজী সুভাস রিজিওনাল কোচিং সেন্টার (এনএসআরসিসি) প্রাঙ্গণে ক্রীড়াবিদদের জন্য একদিনের “যোগাসন কর্মশালা” অনুষ্ঠিত হয়।
খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস, ইউনিভার্সিটি গেমস, ন্যাশনাল গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগাসন আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হওয়ায় এই কর্মশালার গুরুত্ব আরও বেড়েছে। এমনকি ২০৩০ সালের কমনওয়েলথ গেমসেও যোগাসন যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্মশালায় মোট ১৬৩ জন ক্রীড়াবিদ অংশ নেন। অনুষ্ঠানে সংগঠনের সম্পাদক পঙ্কজ মজুমদার জানান, ত্রিপুরায় যোগাসনের বহু প্রতিভাবান ক্রীড়াবিদ রয়েছেন যারা রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন। তবে খেলো ইন্ডিয়া ও ন্যাশনাল গেমসে এখনও পদক আসেনি। সেই লক্ষ্য পূরণেই যোগাসনের বিভিন্ন টেকনিক ও প্রতিযোগিতামূলক দিকগুলি ক্রীড়াবিদদের সঠিকভাবে অবগত করতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আসন্ন খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস, ইউনিভার্সিটি গেমস, ন্যাশনাল গেমস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জয়ের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পথ প্রশস্ত করবে। এ বছর থেকে খেলো ইন্ডিয়ায় চারটির পরিবর্তে বারোটি মূল ইভেন্ট, পাশাপাশি আটটি অ্যাডিশনাল ইভেন্ট ও পাঁচটি মিউজিকাল ইভেন্ট অন্তর্ভুক্ত হতে চলেছে বলেও তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ