আলকারাসকে হারিয়ে আবারও এটিপি ফাইনালে চ্যাম্পিয়ন সিনার
তুরিন, ১৭ নভেম্বর (হি.স.): তুরিনে বর্তমান টেনিস দুনিয়ার দুই সেরা তারকা ছিলেন কোর্টের দুই প্রান্তে। কিন্তু প্রতিবারের মতোই শেষ মুহূর্তে ছন্দ হারিয়ে ফেললেন কার্লোস আলকারাস। সুযোগগুলো কাজে লাগাতে না পারায় আরেকবার সরাসরি সেটে এটিপি ফাইনালসের শিরোপা জিত
আলকারাসকে হারিয়ে আবারও এটিপি ফাইনালে চ্যাম্পিয়ন সিনার


তুরিন, ১৭ নভেম্বর (হি.স.): তুরিনে বর্তমান টেনিস দুনিয়ার দুই সেরা তারকা ছিলেন কোর্টের দুই প্রান্তে। কিন্তু প্রতিবারের মতোই শেষ মুহূর্তে ছন্দ হারিয়ে ফেললেন কার্লোস আলকারাস। সুযোগগুলো কাজে লাগাতে না পারায় আরেকবার সরাসরি সেটে এটিপি ফাইনালসের শিরোপা জিতে নিলেন ইয়ানিক সিনার। ইতালির তুরিনে এটিপি র‍্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বরের লড়াইয়ে ৭-৬ (৭-৪), ৭-৫ গেমে জিতেছেন স্বাগতিক তারকা।

টেনিসে বর্তমানের সবচেয়ে সেরা দুই খেলোয়াড় এই দুজন। বছরজুড়ে তারা যেভাবে কোর্টে বিচরণ করেছেন, তাতে এই দুজনের মধ্যে লড়াই তুরিনে জমে উঠেছিল। দুজনে মিলে এই বছর মোট ১৩টি শিরোপা জিতেছেন। চারটি গ্র্যান্ড স্ল্যামে জিতেছেন সমান দুটি করে। আলকারাস জিতেছেন ফরাসি ওপেন ও ইউএস ওপেন ট্রফি আর সিনার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ৫০ লাখ ডলার পুরস্কার পেলেন র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর সিনার।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande