
উহান, ১৭ নভেম্বর (হি.স.): সোমবার উহানের হানকাউ কালচারাল স্পোর্টস সেন্টারে ইরানের বাম খাতুনের বিপক্ষে ৩-১ গোলে জয়ের মাধ্যমে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বি অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। শিলকি হেমাম এবং ফাজিলা ইকওয়াপুত মোশাল গার্লসকে ২-০ গোলে এগিয়ে দেন। তারপর হাফ-টাইমে বিরতির আগে পেনাল্টি স্পট থেকে মোনা হামুদি গোল করে বাম খাতুনের ঘাটতি কমিয়ে আনেন।
দ্বিতীয়ার্ধের শেষের দিকে, রেস্টি নানজিরি ইস্টবেঙ্গলের দুই গোলের লিড পুনরুদ্ধার করে তিন পয়েন্ট নিশ্চিত করেন। অ্যান্থনি অ্যান্ড্রুজের দল আগামী ২০ নভেম্বর চিনের উহান জিয়াংদার বিপক্ষে খেলবে এবং রবিবার উজবেকিস্তানের নাসাফের বিপক্ষে খেলবে। শীর্ষ দুটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে এবং তৃতীয় স্থান অধিকারী দুটি সেরা দলও শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি