রঞ্জি ট্রফি ক্রিকেটে অসমের প্রথম ইনিংস ২০০ রানে শেষ
কল্যাণী, ১৭ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফি ২০০ রানে প্রথম ইনিংস শেষ হল অসমের। কল্যাণীতে বাংলা ক্রিকেট আকাদেমিতে গ্রাউন্ডে দ্বিতীয় দিনের খেলায় প্রথম ঘন্টায় ৬ রান যোগ করে একজোড়া উইকেট হারিয়েছে অসম। মাত্র ২০ টি বলের মোকাবিলা করেছে এদিন অসমের টেল
রঞ্জি ট্রফি ক্রিকেটে অসমের প্রথম ইনিংস ২০০ রানে শেষ


কল্যাণী, ১৭ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফি ২০০ রানে প্রথম ইনিংস শেষ হল অসমের। কল্যাণীতে বাংলা ক্রিকেট আকাদেমিতে গ্রাউন্ডে দ্বিতীয় দিনের খেলায় প্রথম ঘন্টায় ৬ রান যোগ করে একজোড়া উইকেট হারিয়েছে অসম। মাত্র ২০ টি বলের মোকাবিলা করেছে এদিন অসমের টেল এন্ডার পর্যায়ে দুই ব্যাটসম্যান। যদিও বাংলা দল এই সুযোগ প্রথমে খুঁজছিল ও সেই স্বপ্ন সফল। সোমবারের খেলা মাত্র ৪ ওভার শেষের আগেই পাততাড়ি গুটিয়ে ফেলে অসম। স।মহম্মদ সামি ও সুরজ সিন্ধু জয়সোয়াল ৩টি করে উভয়েই উইকেট তুলে নিয়েছে। তাদের সংগ্রহ যথাক্রমে - ৩/৬৪ রান ও ৩/২৪ রান। এবং সামির ভাই বোলার মহম্মদ কাইফ - ২/৩০ রান। উল্লেখ্য, ৭৭ ওভারে - ৮/১৯৪ রান গতকালের এই দলগত স্কোর নিয়ে খেলতে নেমে - এদিন ১০/২০০ রান (৮০.২ ওভারে)। মধ্যাহ্নভোজের আগেই যে এমন অঘটন কেউই তা আঁচ করে নি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande