
কলকাতা, ১৯ নভেম্বর (হি. স.) : বাংলা দলের টার্গেট জয় ছিনিয়ে আনা। অসম দলের লক্ষ্য পরাজয় নয়। এর পরিপ্রেক্ষিতেই মাঝামাঝি অবস্থানের দিকে তাকিয়েই কল্যাণীতে বাংলা ক্রিকেট আকাদেমিতে গ্রাউন্ডে রঞ্জি ট্রফি ক্রিকেটের চতুর্থ ও শেষদিনের খেলায় যে টানটান উত্তেজনা ছিল এদিন আগাগোড়া তা নিয়ে কোনওরকম সন্দেহ ছিল না। সুতরাং গত তিনদিনের তুলনায় এদিন স্টেডিয়ামে ভিড় জমে ক্রিকেট অনুরাগীদের। বাংলাকে সমর্থন জানালেও অসমকে বাহবা দিয়েছেন তাদের সকলেই। বুধবার যদিও মধ্যাহ্নভোজের আগে বাংলা বিশেষ সুবিধা পায় নি। অসমের খেলোয়াড়রা মনযোগ দিয়েই আগলে গিয়েছে উইকেট। ফলও পেয়েছে হাতেনাতে। কব্জা করতেই এদিন পারেনি বাংলা। মোট ৯৫ ওভার পর্যন্ত বোলিং দাপট সামাল দিয়েছে বিপক্ষ দল অসম। ৪৩ রানের পার্টনারশিপ ভাঙলেন শাহবাজ আহমেদ - ৬/২২০ রান (৮৫.৫ ওভারে)। এর সুবাদেই ২/৩৫ ব্যাক্তিগত বোলিং গড়। মধ্যাহ্নভোজের পর থেকে চা - পান বিরতি পর্যন্ত বাংলা দলের টার্গেট ছিল অসমের দ্বিতীয় ইনিংস শেষ করে দ্বিতীয় ব্যাটিংয়ে বাদ বাকি রান তুলে জয়ের তকমা। মিলল না সেই স্বপ্ন হল অধরা। এরপর আরো ১০ ওভারে - ৬/২৩৮ রান (৯৫ ওভারে ও দুর্ভেদ্য উইকেট বাংলা ভাঙতে পারে নি। ৪ রানে তখন পিছিয়ে থাকে অসম।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত