রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা ও অসম খেলা অমীমাংসিত
কল্যাণী, ১৯ নভেম্বর (হি. স.): অসমের বিরুদ্ধেই বাংলার অসম লড়াইয়ে খেলা - ড্র। রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের খেলায় বাংলা ও অসম মুখোমুখি হলেও শেষ পর্যন্ত বাংলার ঘরে ৩ পয়েন্ট। অসমের হার বাঁচল বটে তবে কিন্ত বাংলার আশা মাটি। ড্র হয়েছে খেলার ফলাফল। ৪০ র
রঞ্জি ট্রফি - বাংলা ও অসম একনজরে দলগত স্কোর


কল্যাণী, ১৯ নভেম্বর (হি. স.): অসমের বিরুদ্ধেই বাংলার অসম লড়াইয়ে খেলা - ড্র। রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের খেলায় বাংলা ও অসম মুখোমুখি হলেও শেষ পর্যন্ত বাংলার ঘরে ৩ পয়েন্ট। অসমের হার বাঁচল বটে তবে কিন্ত বাংলার আশা মাটি। ড্র হয়েছে খেলার ফলাফল। ৪০ রানে এগিয়ে থেকেই দ্বিতীয় ইনিংস শেষ করেছে অসম - ৯/২৮২ রান। বরং বাংলার চেয়ে বেশি সময় ১২১ ওভারে ক্রিজে আটকে থাকে। অর্থাৎ ১২০. ৪ ওভার মোট ব্যাটিং করেছে। সেই তুলনায় বাংলা প্রথম ইনিংসে - ৪৪২ রানে দলগত স্কোর সংগ্রহ করে প্রায় ১১০ ওভার (১০৯.১ ওভারে) খেলে। এর জবাবে অসম প্রথমে ৮০.২ ওভার ব্যাটিং করেছে। উল্লেখ্য, ৭ পয়েন্টের স্বপ্ন নিয়ে খেলতে নেমে বাংলার ঝুলিতে মাত্র - ৩ পয়েন্ট। অসম উল্টোদিকে ১ পয়েন্ট নিয়েই এ যাত্রায় সন্তুষ্ট। প্রসঙ্গতঃ ৭ টি উইকেট বুধবার চটজলদি তুলতে ব্যর্থ বাংলার বোলারদের নির্বিষ আক্রমণ। খেসারত দিতে হল বাংলা'কে। ব্যাটিং সহায়ক পিচে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে অসম। প্রথম ইনিংসে বড় রানের সুবাদে লিড ছিল তাই তিন পয়েন্ট পেল বাংলা। একনজরে - উইকেট পতন ৬/২৩৮ থেকেই ৭/২৩৮, ৮/২৫২, ৯/২৭৮ তবুও দ্রুত সমস্ত উইকেট তুলতে ব্যর্থ বাংল। শাহবাজ আহমেদ ৪ উইকেটে ৫৭ রান বরং উল্লেখযোগ্য, সামি - ২/৭৫ রান।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande