অনূর্ধ্ব - ২৩, একদিনের খেলায় বাংলার জয়, হারল মহারাষ্ট্রের
কলকাতা, ১৯ নভেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ২৩ স্টেট এ, ট্রফি এলিটের একদিনের ম্যাচে বাংলা জয়ী, হারল মহারাষ্ট্র। সুতরাং জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলা। রাঁচির ঊষা মার্টিন গ্রাউন্ডে বাংলা দল ২৪ রানে বুধবার মহারাষ্ট্রকে হারিয়ে দিয়েছে। উল্লেখ্য বুধবার ট
অনূর্ধ্ব - ২৩, একদিনের খেলায় বাংলার জয়, হারল মহারাষ্ট্রের


কলকাতা, ১৯ নভেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ২৩ স্টেট এ, ট্রফি এলিটের একদিনের ম্যাচে বাংলা জয়ী, হারল মহারাষ্ট্র। সুতরাং জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলা। রাঁচির ঊষা মার্টিন গ্রাউন্ডে বাংলা দল ২৪ রানে বুধবার মহারাষ্ট্রকে হারিয়ে দিয়েছে।

উল্লেখ্য বুধবার টস জিতে ব্যাট করতে নেমে বাংলা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে । আনাস ৬৬ বলে ৪৭ রান, রবি কুমার ৬৭ বলে ৪২ রান করে। ৩৭ রানে অপরাজিত ৯ নম্বরের ব্যাটিংয়ে ইরশাদ আলম।

এছাড়াও মিলিন্দ মণ্ডল ৯ বলে ৩ রান, উইকেটকিপার ও ওপেনার সুমিত নাগ ২৫ বলে ২৮ রান, আয়ুষ কুমার সিং ৩৬ বলে ১৬ রান, প্রয়াস রায় বর্মণ ১২ বলে ১১ রান, অধিনায়ক শশাঙ্ক সিং ৪৭ বলে ২৬ রান, রোহিত রাম ৮ বলে ৫ রান, সৈয়দ ইরফান আফতাব ১৩ বলে ৪ রান করেছে। দিলশাদ খান কোনও বল না খেলে অপরাজিত থাকেন। বৈভব দারকুণ্ডে নেয় ৪ উইকেট। প্রথমেশ গাওয়াড়ে ও শুভম মাইদ ২টি করে উইকেট পায় ।

এর জবাবে খেলতে নেমে মহারাষ্ট্র ৪৬.৩ ওভারে ২০৯ রান সংগ্রহ করে। নীরজ যোশী করে সর্বাধিক ৫৯ বলে ৪৬ রান। প্রয়াস রায় বর্মণ ১টি মেডেন - সহ ১০ ওভারে ৩৯ রান দিয়ে তিন উইকেট নেন। দিলশাদ খান ২টি এবং রবি কুমার, আনাস ও ইরশাদ আলম একটি করে উইকেট পায়। মহারাষ্ট্রের দুজন ব্যাটসম্যান রান আউট হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande