
দুর্গাপুর, ২ নভেম্বর (হি.স.) : রবিবার পান্ডবেশ্বর বিধানসভার বিজয়া সম্মেলনীতে বক্তৃতা করে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ উত্থাপন করেছেন। ভুয়ো ভোটারদের নামে সরকারি বাড়ি প্রকল্পের টাকা বাকি রেখে আত্মসাৎ হচ্ছে। তিনি বলেন, এই কারণেই এখন রাজ্যে এসআইআর ভোটার তালিকা প্রক্রিয়া চালু করা হয়েছে।
তিওয়ারি বলেন, “পান্ডবেশ্বরে আনুমানিক ৩০ হাজার ভুয়ো ভোটারের নাম রয়েছে। অনেকে মৃত, অনেকে এখানে আর থাকেন না। তাদের মধ্যে বহু জনের নামে আবাস যোজনার তহবিল ও বার্ধক্যভাতা, বিধবা ভাতা ইত্যাদি তুলে নেওয়া হয়েছে। ভুয়ো ভোটারদের নাম মুছে গেলে এসব লুটপাট বের হয়ে যাবে আর দোষীদের জেল যেতে হবে। তাই এসআইআর থামাতে তৃণমূল রাস্তায় নেমেছে।”
তিনি আরও দাবি করেন যে, ভুয়ো ভোটারদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য সুবিধার টাকা চলে গেছে এবং এসব অনিয়মের বিরুদ্ধে এসআইআর একমাত্র উপায়। পান্ডবেশ্বরের এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দুর্গাপুর পশ্চিমের পর্যবেক্ষক শ্রীদীপ চক্রবর্তী সহ অনেকে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা