
নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.) : দু-একদিনের মধ্যে ঘোষণা করা হবে অসমের সরকারি চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র প্রদানের তারিখ, জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ এখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্ৰী ড. শর্মা জানান, ‘দু-একদিনের মধ্যে আমি নিয়োগপত্ৰ প্ৰদান প্ৰক্ৰিয়ার দিন ঘোষণা করব।’ তিনি বলেন, ‘রেনডমাইজেশনের কাজ চলছে। এই কাজ সম্পন্ন হলেই পোস্টিঙের প্রক্রিয়া শুরু হবে। এখন কেবল ১০ থেকে ১৫ দিনের প্ৰক্ৰিয়া বাকি।’
মুখ্যমন্ত্ৰী বলেন, চলতি নভেম্বরে নিয়োগ প্ৰক্ৰিয়া শুরু হবে, শেষ হবে ডিসেম্বরে। এক-এক করে সরকারি বিভিন্ন বিভাগের শূন্য পদে নিযুক্তি দেওয়া হবে।’ তিনি বলেন, ‘প্ৰথমে এলপি, তার পর পুলিশ, তার পর গ্যাজেটেড অফিসার, তার পর এডিআরই (আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এগজামিন্যাশন)-র তৃতীয় ও চতুৰ্থ শ্রেণি এবং স্বাস্থ্য বিভাগের নিযুক্তি প্ৰক্ৰিয়া শুরু হবে। এভাবে অসমের ৩৫ হাজার যুবক-যুবতী নভেম্বর থেকে ডিসেম্বর মাসে নিযুক্তি লাভ করবেন।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস