
কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : প্রয়াত ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক। গত সেপ্টেম্বরে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার পরে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তৃণমূল নেতাকে। রবিবার ভোরে প্রয়াত হন মইনুল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি জানিয়েছেন, ফরাক্কা বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ - সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মইনুল হকের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।
আমি মইনুল হকের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে, তাঁর পরিবার - পরিজন এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত