
উত্তর ২৪ পরগনা, ২ নভেম্বর (হি.স.): শনিবার রাজ্যসভার তৃণমূল সাংসদের এসআইআর নিয়ে ঘোষণার পালটায় রবিবার নিজেদের কর্মসূচি ঘোষণা করলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের অনুগামীরা।
একইদিন অর্থাৎ ৫ নভেম্বর মমতাবালা ঠাকুরের ঘরের সামনে তাঁরাও অবস্থানে বসবেন বলে জানিয়েছেন। এই ঘোষণার ফলে স্পষ্ট, এসআইআর ঘিরে ঠাকুরবাড়ির একই উঠোনে ফের ফাটল।
আগামী ৫ নভেম্বর রাস উৎসব। রবিবার তার প্রস্তুতি বৈঠক করে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের অনুগামীরা। সেই মঞ্চ থেকেই মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েন হুঁশিয়ারির সুরে বলেন, ”শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুরকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছেন মমতাবালা ঠাকুর। তিনি বলেছেন, ওদের জন্ম মিথ্যা। এই মন্তব্যের কথা স্বীকার করুন এবং এর জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে।
সুখেন্দ্রনাথ গায়েন আরও এক ধাপ এগিয়ে বলেন, “যদি তা না চান, তাহলে আমরাও বলে রাখছি, ৫ নভেম্বরের পর থেকে মমতাবালা ঠাকুরের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করব। এইভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত