
কলকাতা, ২ নভেম্বর (হি.স.): পূর্ব রেলের আসানসোল ডিভিশনের দুর্গাপুর স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য নভেম্বর মাস জুড়ে একাধিক ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে।
রেলের তরফে জানানো হয়েছে, রবিবার এই কাজ শুরু হয়েছে। চলবে থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। সিউড়ি-কলকাতা রেল যোগাযোগে পড়তে চলেছে বড়সড় প্রভাব। রেলের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সিউড়ি-শিয়ালদহ মেমু ট্রেন বন্ধ থাকবে ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত, এবং শিয়ালদহ-সিউড়ি মেমু বাতিল থাকবে ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত।
একই সঙ্গে, যাত্রীদের অত্যন্ত জনপ্রিয় হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস উভয় দিকেই ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে না।
নির্দিষ্ট কিছু দিনে হুল এক্সপ্রেস চললেও তার রুট ও সময়সূচিতে পরিবর্তন আসবে। রেল সূত্রে খবর, ২ নভেম্বর অর্থাৎ রবিবার, ১২ ও ১৬ নভেম্বর হাওড়া অভিমুখী হুল এক্সপ্রেস অন্ডাল হয়ে যাওয়ার পরিবর্তে সাঁইথিয়া ও বোলপুর হয়ে বর্ধমান পৌঁছাবে। অন্যদিকে, ৩, ৪ ও ১৪ নভেম্বর হাওড়া থেকে সিউড়িগামী হুল এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে এক ঘণ্টা দেরিতে ছাড়বে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত