
নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.) : ছটপুজো শেষে দিল্লিগামী যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালু করেছে উত্তর রেলওয়ে। ২ ও ৩ নভেম্বর দুটি রুটে চলবে ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন— আনন্দ বিহার টার্মিনাল–রাজেন্দ্রনগর ও আনন্দ বিহার টার্মিনাল–সাহারসা। রবিবার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, ট্রেনগুলিতে এসি ও স্লিপার কোচ থাকবে এবং মানসি, বেগুসরাই, মুজফফরপুর, গোরখপুর, লখনউ-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে।
রাজেন্দ্রনগর–আনন্দ বিহার স্পেশাল (০৩২৯১) ২ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে ছাড়বে, আর ফিরতি ট্রেন (০৩২৯২) ৩ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে রওনা হবে। সাহারসা রুটের ট্রেন (০৫৫১১ ও ০৫৫১২) ২ ও ৩ নভেম্বর চলবে। টিকিট বুকিং চলছে আইআরসিটিসি ওয়েবসাইট ও নির্ধারিত রিজার্ভেশন কাউন্টারে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিষেবা ছটপুজো-পরবর্তী যাত্রীদের স্বস্তি দেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য