রিষড়ায় দেবী জগদ্ধাত্রীর মূর্তি থেকে গয়না চুরির অভিযোগ, তদন্তে পুলিশ
হুগলি, ২ নভেম্বর (হি.স.): চুরি হয়ে গেল দেবী জগদ্ধাত্রীর গয়না। আর এই অভিযোগে শোরগোল রিষড়ায়। বর্তমানে রিষড়া জুড়ে চলছে জগদ্ধাত্রী পূজা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জগদ্ধাত্রী পূজা দেখতে রিষড়ায় আসছেন। পুলিশ প্রশাসনও কড়া নিরাপত্তা ব্যবস
রিষড়ায় দেবী জগদ্ধাত্রীর মূর্তি থেকে গয়না চুরির অভিযোগ


হুগলি, ২ নভেম্বর (হি.স.): চুরি হয়ে গেল দেবী জগদ্ধাত্রীর গয়না। আর এই অভিযোগে শোরগোল রিষড়ায়।

বর্তমানে রিষড়া জুড়ে চলছে জগদ্ধাত্রী পূজা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জগদ্ধাত্রী পূজা দেখতে রিষড়ায় আসছেন। পুলিশ প্রশাসনও কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে। তারমধ্যেই রিষড়ায় জাগরণ ক্লাবের প্যান্ডেলের দেবী জগদ্ধাত্রীর মূর্তি থেকে চুরি হয়ে গেল গয়না। অভিযোগ এমনই। রবিবার সকালে ক্লাবের সদস্যরা প্রতিমার অঙ্গে গয়নাগুলো দেখতে পাননি। তারপরেই বিষয়টি প্রকাশ্যে আসে। জাগরণ ক্লাবের সম্পাদক দেবব্রত চন্দ্র জানিয়েছেন যে, রবিবার সকালে কেউ জগদ্ধাত্রীর মূর্তি থেকে গয়না চুরি করেছে। মূর্তি সাজানোর জন্য ব্যবহৃত সামগ্রীও ছিঁড়ে ফেলা হয়েছে।

রিষড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় রিষড়ায় জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

উল্লেখ্য, চন্দননগরে যখন জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সুর বাজতে শুরু করে, রিষড়ায় তখন আগমনীর সুর।

রিষড়ার জগদ্ধাত্রী পুজো বাকি গোটা রাজ্যের সঙ্গে একই সময় পালিত হয় না। বরং কিছু দিন পর থেকে শুরু হয় এর উদযাপন, চলে বেশ কয়েক দিন ধরে। চন্দননগর এবং কৃষ্ণনগর এই দুই শহরে যখন দেবী জগদ্ধাত্রী বিদায় নেন, তখন সাড়ম্বরে তাঁরই পুজো হয় রিষড়ায়। কৃষ্ণনগর, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শেষ হয় যেখানে, সেখানেই শুরু হয় রিষড়ার জগদ্ধাত্রী পুজো।

চলতি বছরে ৩০ অক্টোবর অর্থাৎ নবমীর দিন রিষড়ার জগদ্ধাত্রী পুজোর প্রথম দিন। এ দিন থেকে ৪ নভেম্বর অর্থাৎ চতুর্দশীর দিন পর্যন্ত চলবে এই পুজো। মোট ৬ দিন ধরে চলে রিষড়ার জগদ্ধাত্রী পুজো। এখানেও বিভিন্ন থিম যেমন দেখা যায়, তেমনই ডাকের সাজের সাবেক প্রতিমাও নজর কাড়ে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande