
পূর্ব মেদিনীপুর, ২ নভেম্বর (হি.স.): নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়ায় শহিদ মিনারে রাজ্যের বিরোধী দলনেতা রবিবার শুভেন্দু অধিকারী স্বাস্থ্যশিবির খোলেন। ওই স্বাস্থ্যশিবিরে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। শুভেন্দু-অর্চনার আনন্দঘন পরিবেশের ছবি তুলে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রকাশ্য মন্তব্য করেছেন।
এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ ওই শিবিরে আসেন অর্চনা। প্রায় ঘণ্টা দেড় ছিলেন একসঙ্গে। কুণাল লিখেছেন, “নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর স্বাস্থ্যশিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাঃ অর্চনা মজুমদার। জাতীয় মহিলা কমিশনকে কেন বিজেপির গণসংগঠন বলা হয় বোঝা গেল?
জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে ওঁর যে কোনো কথা বা ভূমিকাই বিজেপির দলবাজি। জাতীয় মহিলা কমিশনের মুখোশ এভাবে খুলে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ।”
উল্লেখ্য, বরাবরই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় নানা সংগঠনে শাসক দলের প্রতিনিধিদেরই রাখেন। রাজ্যের প্রতিনিধিই বিবেচ্য হন তাতে। ডাঃ অর্চনা মজুমদার পশ্চিমবঙ্গের বিজেপি সক্রিয় কর্মী। কেন্দ্র তাঁকে কমিশনের সদস্য করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত