
কুমারঘাট (ত্রিপুরা), ২ নভেম্বর (হি.স.) : ঊনকোটি জেলার কুমারঘাট রামকৃষ্ণ চৌমুহনি এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হন। জানা যায়, রবিবার সন্ধ্যায় কিষাণ রিয়াং ও গোপি রিয়াং নামে দুই যুবক ফটিকরায়ের গঙ্গানগর দিক থেকে বাইকে কুমারঘাটের দিকে দ্রুতগতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি স্থানীয় বাসিন্দা অজিত ঘোষ (৬৫)-কে ধাক্কা দেয়।
অজিত ঘোষ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন, সেই সময় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের ফলে তিনজনই আহত হন। বাইকে থাকা দুই যুবকের মধ্যে একজনের মাথা ফেটে যায় ও অপরজনের পায়ে গুরুতর আঘাত লাগে। অজিত ঘোষের পায়েও প্রচণ্ড আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর গোপি রিয়াং ও অজিত ঘোষকে উন্নত চিকিৎসার জন্য কৈলাসহরে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বাইকটি আটক করেতদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ