স্বামী বিবেকানন্দ ময়দানে তিপ্রা মথার সমাবেশের অনুমতি প্রত্যাখ্যান
আগরতলা, ২ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে তিপ্রা মথার প্রস্তাবিত জনসমাবেশের অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে। যুব তিপ্রা ফেডারেশন (ওয়াইটিএফ)-এর আবেদনকারী সুরজ দেববর্মাকে পাঠানো এক চিঠিতে সদর মহকুমার এসডি
তিপ্রা মথা পার্টি


আগরতলা, ২ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে তিপ্রা মথার প্রস্তাবিত জনসমাবেশের অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে। যুব তিপ্রা ফেডারেশন (ওয়াইটিএফ)-এর আবেদনকারী সুরজ দেববর্মাকে পাঠানো এক চিঠিতে সদর মহকুমার এসডিপিও দেবপ্রসাদ রায় এই সিদ্ধান্তের কথা জানান।

পুলিশ জানিয়েছে, বর্তমানে স্বামী বিবেকানন্দ ময়দানের অর্ধেক অংশ আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য দখলে রয়েছে, যেখানে বিপুল সংখ্যক মহিলা, শিশু ও বিদেশি প্রতিনিধি উপস্থিত আছেন। একই স্থানে বড় আকারের রাজনৈতিক সমাবেশ আয়োজন করলে মারাত্মক যানজট ও পদপিষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা জন নিরাপত্তা ও সম্পত্তির ক্ষতির আশঙ্কা তৈরি করবে।

অন্যদিকে, পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে যে, স্বামী বিবেকানন্দ ময়দান শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং আশপাশের রাস্তাগুলি আগরতলার যানবাহন চলাচল ও হাসপাতালগামী পথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনসমাগমের ফলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হতে পারে এবং জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এসডিপিও দেবপ্রসাদ রায় তিপ্রা মথাকে উক্ত স্থানে সমাবেশ না করার অনুরোধ জানিয়ে বিকল্প স্থান বা তারিখ প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে নতুন প্রস্তাবটি যথাযথভাবে বিবেচনা করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande