
মুর্শিদাবাদ, ২০ নভেম্বর (হি.স.): জাতীয় সড়কে টোটোর যাতায়াত। ফলে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সকাল সকাল শামসেরগঞ্জ সাক্ষী থাকলো ভয়াবহ পথ দুর্ঘটনার। যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই পেছন থেকে টোটোকে ধাক্কা ট্রাকের। জানা গিয়েছে, শামসেরগঞ্জের নতুন জালাদিপুর পিলকী মোড় জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টোটো চালকের।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে জাতীয় সড়কের পাশে যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে থাকা একটি টোটোকে পিছন থেকে ধাক্কা মারে একটি বড় ট্রাক। শামসেরগঞ্জের পিলকী মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল টোটো চালকের। জখম হন টোটোর আরও তিন যাত্রী। এদিন সকাল ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি প্রায় এক কিলোমিটার রাস্তা টেনে নিয়ে যায় ওই টোটো চালককে। পরে ট্রাকের তলা থেকে বের করা হয় ওই টোটো চালকের দেহ। জানা গিয়েছে, তাঁর বাড়ি গাজিপুর গ্রামে।
এদিন বৃহস্পতিবার সকাল সকাল এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই টোটো চালকের নাম দেরাজ শেখ। তার বাড়ি সুতি থানার গাজিপুরে। দুর্ঘটনার পর জাতীয় সড়কে বিশাল যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসেরগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। যদিও পরে পুলিশ এসে তা স্বাভাবিক করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ