মাস্তি ৪ : প্রথম দিনে আয় ২.৭৫ কোটি টাকা
মুম্বই, ২২ নভেম্বর (হি.স.) : মাস্তি ৪ নিয়ে রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয় এবং আফতাব শিবদাসানি ত্রয়ী আবার বড় পর্দায় ফিরে আসছেন। যা ২১শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রাথমিক পরিসংখ্যান উঠে আসতে শুরু করেছে এবং সকলের নজর রয়েছে এই দীর্ঘ প্রতী
মাস্তি ৪ : প্রথম দিনে আয় ২.৭৫ কোটি টাকা


মুম্বই, ২২ নভেম্বর (হি.স.) : মাস্তি ৪ নিয়ে রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয় এবং আফতাব শিবদাসানি ত্রয়ী আবার বড় পর্দায় ফিরে আসছেন। যা ২১শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রাথমিক পরিসংখ্যান উঠে আসতে শুরু করেছে এবং সকলের নজর রয়েছে এই দীর্ঘ প্রতীক্ষিত সিনেমাটি প্রথম দিনে কত আয় করেছে তার উপর।

শনিবার বক্স অফিস সূত্রে জানা গেছে, মাস্তি ৪ প্রথম দিনে ২.৭৫ কোটি টাকা আয় করেছে। তবে, সিনেমাটির গল্প এবং চরিত্রগুলি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে বা সমালোচকদের প্রভাবিত করতে ব্যর্থ হয়েছে। মিলাপ জাভেরি পরিচালিত এই ছবির প্রথম দিনের আয় নির্মাতা এবং ভক্ত উভয়কেই হতাশ করেছে। এই ছবিতে বিবেক ওবেরয়, আরশাদ ওয়ার্সি, নার্গিস ফাখরি, তুষার কাপুর, জেনেলিয়া ডি'সুজা, এলনাজ নরোজি, রুহি সিং, শাদ রন্ধাওয়া এবং আফতাব শিবদাসানির সঙ্গে রীতেশ দেশমুখ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande